বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ভাগ্যের এক নির্মম পরিহাসের মুখোমুখি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে একই ফ্লোরের দুইটি বেডে চলছে তার জীবনের সবচেয়ে কঠিন সময়—এক বেডে তার নিজ মা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আইসিইউতে, অন্য বেডে চিকিৎসাধীন তার নেত্রী বেগম খালেদা জিয়া।
এই দুই বেডে ছুটে বেড়াতে বেড়াতেই প্রতিটি দিন পার করছেন তিনি। একদিকে মায়ের জীবন রক্ষার চেষ্টা, অন্যদিকে দেশের সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসার গুরু দায়িত্ব—এই দ্বৈত সংকটে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি।
এর মধ্যেই গুরুত্বপূর্ন সিদ্ধান্ত এসেছে—আগামী রবিবার উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। ব্যক্তিগত চিকিৎসক হিসেবে ডা. জাহিদ হোসেনের সেখানে উপস্থিত থাকা অত্যন্ত জরুরি। এটি শুধু তার পেশাগত দায়িত্ব নয়, বরং স্বয়ং খালেদা জিয়ার নির্দেশে দীর্ঘ কয়েক বছর ধরেই তিনি এই দায়িত্ব পালন করছেন।
চরম মানবিক দোটানার মুখেও শেষ পর্যন্ত তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গেই লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একদিকে মৃত্যুপথযাত্রী মা, অন্যদিকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নেত্রী—এই দুটি পথের মাঝখানে দাঁড়িয়ে নেওয়া তার সিদ্ধান্ত ইতোমধ্যেই বিরল এক মানবিক উদাহরণ হয়ে উঠেছে।
রাজনৈতিক সূত্রে জানা গেছে, ডা. এ জেড এম জাহিদ হোসেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর–৬ আসন (নবাবগঞ্জ, ঘোড়াঘাট, বিরামপুর ও হাকিমপুর উপজেলা) থেকে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এই সংকটময় সময়ে তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে—আল্লাহ যেন তাকে এই কঠিন সময় পার করার মানসিক শক্তি দান করেন।