দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকাকে বিজয়ী করতে জনগনের প্রতি আহবান জানান,মেজর জেনারেল অব.সুবিদ আলী ভূঁইয়া এমপি৷ ৯ নভেম্বর ২০২৩ ইং বৃহস্পতিবার বিকালে দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়ন বাজার ঈদগাহ মাঠে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় উপকারভোগী ব্যক্তিদের নিয়ে শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মকান্ডে মতবিনিময় সভা ও অবহিতকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়৷বিটেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় ও অবহিতকরণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল অব.সুবিদ আলী ভূঁইয়া এমপি৷বিটেশ্বর ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক আব্দুস সালাম খন্দকারের সঞ্চালণায় ও আওয়ামীলীগ সভাপতি আনিছুর রহমান ইকতারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এমপির সহধর্মীনি মাহমুদা আক্তার ভুইঁয়া অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমদ দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অব.মোহাম্মদ আলী সুমন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক বাসুদেব ঘোষ ,বিটেশ্বর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ও উপজেলা আওয়ামী লীগের সভানেত্রী জেবুন নেছা জেবু প্রমুখ।।