আবু নাছির আহমেদ ইসলামপুর : জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের শিংভাঙ্গা এলাকায় ১৬০ মিটার দীর্ঘ জরুরি নদীভাঙন প্রতিরক্ষা কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ.এস.এম. আব্দুল হালিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মাইনুল ইসলাম, সাবেক সদস্য ৩নং চিনাডুলী ইউনিয়ন বিএনপি ও সভাপতি ৯নং ওয়ার্ড বিএনপি।
এ সময় উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।