বঙ্গনিউজবিডি ডেস্ক : আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। প্রতিবছর নারী-পুরুষের সমঅধিকার ও বৈষম্য দূর করতে নানা আয়োজনে পালন করা হয় দিনটি। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ শুক্রবার নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হবে।
ন্যায্য মজুরি, শ্রমঘণ্টা ১২ থেকে কমিয়ে ৮ ঘণ্টা, স্বাস্থ্যকর কর্ম-পরিবেশ ও ভোটাধিকারের দাবিতে ১৯০৮ সালের ২৮ ফেব্রুয়ারি নিউইয়র্কে রাজপথে নামেন ১৫ হাজার নারী। ধরপাকড়ের শিকারও হন অনেকে। পরের বছরই দিনটিকে নারী দিবস হিসেবে ঘোষণা করে সোস্যালিস্ট পার্টি অব আমেরিকা।
তবে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালনের প্রস্তাব দেন জার্মানির সমাজতান্ত্রিক নেতা ক্লারা জেটকিন। আর এ নিয়ে চূড়ান্ত স্বীকৃতি আসে ১৯৭৫ সালে। এরপর থেকেই জাতিসংঘের আহ্বানে নারীর সমঅধিকার আদায়ের অঙ্গীকারে সারা বিশ্বে পালন করা হয় দিনটি।
এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ‘নারীর সমঅধিকার,সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ।’