বঙ্গনিউজবিডি ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ঘিরে বিভেদের শঙ্কা দেখা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগে। প্রতিটি আসনে গড়ে ১১ জনের মতো মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। কোনো কোনো আসনে ২০ জনের বেশি নৌকা প্রতীকের জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন। টানা তিনদিন ধরে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড বৈঠক করছে। আগামীকাল রোববার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তালিকা প্রকাশের পর পরই নির্বাচনী এলাকাগুলোতে যেন বিভেদ না বাড়ে সেদিকটা লক্ষ্য করার জন্য দলের সাংগঠনিক ও যুগ্ম সাধারণ সম্পাদকদের এরইমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে। মনোনয়ন ঘিরে বিভেদের শঙ্কার পাশাপাশি আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ হিসেবে কাজ করছে আগামী নির্বাচনে শেষ পর্যন্ত কতগুলো দল অংশ নেয় সে বিষয়টিও। এরই মধ্যে নির্বাচন ঘিরে কিছুটা চমক তৈরি হয়েছে। আরও চমকের আশা করছেন আওয়ামী লীগ নেতৃত্ব। এদিকে যাদেরকে মনোনয়ন দেয়া হবে তাদেরকে ছাড় দেয়ার মানসিকতা রাখার জন্য বিশেষ বার্তা দিয়েছে আওয়ামী লীগ।