বঙ্গনিউজবিডি ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত এবং ৫ জন আহত হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে শুক্রবার বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলীকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করে।
রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা আবুল কালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুর্ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ৭ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তিনি দাবি করেন, রেলক্রসিংয়ে গেটম্যানের নির্দেশ অমান্য করে রেললাইনে মাইক্রোবাস তুলে দেন চালক। এ রেলক্রসিং বৈধ এবং দুই পাশেই গেট আছে।
তবে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান জানান, দুর্ঘটনার সময় সেখানে কোনো গেটম্যান ছিলেন না।