1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন

১০ বছর পর টেস্ট খেলতে কিউই দল এখন ঢাকায়

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১২০ বার দেখা হয়েছে

নিউজিল্যান্ডের ১৭ ক্রিকেটার ঢাকায় পা রেখেছেন। দলটির সঙ্গে ছিলেন বেশ কয়েকজন কোচিং স্টাফের সদস্যও। কিউইদের বাকি ক্রিকেটার ও স্টাফরা আসবে আজ বুধবার রাতে।

সিলেটে ২৮ নভেম্বর সেখানেই মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। মাঝে ২৩ ও ২৪ নভেম্বর সেখানেই অনুশীলন করবেন ক্রিকেটাররা। দুই দিন অনুশীলনের পর একদিনের বিরতি। ২৬ ও ২৭ নভেম্বর আবারও অনুশীলন করবে তারা।

৩ ডিসেম্বর সিলেট থেকে ঢাকায় ফিরবে দুই দল। ৪ ও ৫ ডিসেম্বর আনুষ্ঠানিক অনুশীলন করবেন ক্রিকেটাররা। এরপর ৬ ডিসেম্বর থেকে মিরপুরের শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচটি। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে ১১ ডিসেম্বর দেশে ফিরবে নিউজিল্যান্ড দল। এই সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করবে দুই দল।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদ।

নিউজিল্যান্ড স্কোয়াড: টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, নেইল ওয়েগনার, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারেল মিচেল, হেনরি নিকলস, এইজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেইন উইলিয়ামসন, উইল ইয়াং।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com