1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ন

হেড-লাবুশেনের শতরানের জুটিতে জয়ের পথে অস্ট্রেলিয়া

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৯৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিশ্বকাপের ফাইনাল। বিশাল মঞ্চ। আসরের সবচেয়ে বড় ম্যাচে ভারতের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ফিফটির আগেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়েছিল অস্ট্রেলিয়া। তবে বিপদের মুখে শতরানের জুটি গড়েছেন হেড-লাবুশেন।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ২৪০ রানে অল আউট হয়েছে ভারত। রান তাড়ায় এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৭ ওভারে তিন উইকেটে ১৪৮ রান।

অজিদের হয়ে রান তাড়া করতে নামেন ডেভিড ওয়ার্নার ও ট্রেভিস হেড। জাসপ্রিত বুমরাহর করা প্রথম ওভার থেকেই ১৫ রান আনেন দুজন। দ্বিতীয় ওভারে আক্রমণে আসেন মোহাম্মদ শামি। প্রথম বলেই ৭ রান করা ওয়ার্নারকে আউট করেন তিনি।

তিনে নামা মিচেল মার্শ আজ বেশিক্ষণ টিকতে পারেননি। জাসপ্রিত বুমরাহর বলে ব্যক্তিগত ১৫ রানে উইকেটের পিছে ধরা পড়েন এ ব্যাটার। অজিদের ভরসার নাম স্টিভ স্মিথ ৪ রানে আউট হলে বিপদে পড়ে অজিরা।

এ অবস্থায় দলের হাল ধরেন হেড ও মার্নাস লাবুশেন। এ দুজনের ব্যাটে লড়ছে অজিরা। দায়িত্বশীল ব্যাটিংয়ে ৫৮ বলে অর্ধশতক পূরণ করেন হেড। অন্যপ্রান্তে লাবুশেন ২৩ রানে অপরাজিত আছেন। এরই মধ্যে দুজন গড়েছেন শতরানের জুটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com