পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান , বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা শহরের ইবি রোডস্থ জেলা বিএনপি কার্যাহলয় ও ভাসানি মিলনায়তন সমবেত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা শেষে ফিরে যাওয়ার পথে হঠাৎ করেই বিএনপি’র কর্মীরা বিশৃঙ্খলা শুরু করে ও একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জসিম উদ্দিন জানান, বিএনপির নেতাকর্মীদের ইট পাটকেলে আক্ষাতে পুলিশের ৭ সদস্য আহত হয়েছে । বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়াও সমাবেশ চলাকালে রাস্তায় তল্লাসি চালিয়ে ধারালো অস্ত্রসহ এক ছাত্রদল কর্মীকে আটক করা হয় হয়েছে।
জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, কতিপয় আওয়ামী লীগের উশৃঙ্খল নেতাকর্মীরা ইট পাটকেল ছুড়লে সংঘর্ষের সূত্রপাত হয়। এসময় পুলিশ বিএনপির নেতাকর্মীদের উপর লাঠিচার্জ ও রাবার বুলেট টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বিএনপির অনেক নেতাকর্মী আহত হয়।