প্রতিবেদক: কাজল : সাহিত্যিক, সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব লায়ন মো. গনি মিয়া বাবুল-এর শুভ জন্মদিন ৬ মে মঙ্গলবার।
তিনি ১৯৭১ সালের ৬ মে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বিশিষ্ট সমাজসেবক মোঃ ইসমাইল হোসেন-এর পুত্র এবং মহিয়সী নারী আয়েশা খাতুন-এর গর্ভে তিনি জন্ম নেন।
লায়ন মো. গনি মিয়া বাবুল ৮০’র দশক থেকে জাতীয় সংবাদপত্রসহ বিভিন্ন গণমাধ্যমে কবিতা, ছড়া, প্রবন্ধ ও কলাম লিখে পরিচিতি অর্জন করেন। তিনি ছোটদের শিক্ষামূলক ছড়া ও গল্প, শুভ্রতা চলে গেছে নীড়ে, একটি কবিতা, ভালবাসতে বাসতে, সিডর বিধ্বস্ত বকুলতলা, নীলজলে প্রেম, একটি বক্তৃতার পংক্তিমালা, নবম শ্রেণীর কৃষি শিক্ষা সহায়ক বই, কিছু কথা, কৃষি ডিপ্লোমা ভর্তি সহায়ক বই প্রভৃতি বই প্রকাশ করেছেন।
তিনি ১৯৮৭ সাল থেকে সাংবাদিকতায় যুক্ত আছেন। গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা, গাজীপুর প্রেসক্লাবের অন্যতম দাতা সদস্য। জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা, কেন্দ্রীয় কার্যকরী সভাপতি, স্থায়ী পরিষদ চেয়ারম্যানসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
তিনি নিরাপদ নিউজ-এর যুগ্ম সম্পাদক, বাংলাদেশ সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক। নিসচা-এর যুগ্ম মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।
কবি সংসদ বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি এবং এর পূর্বে তিনি ২০০৪–২০০৮ সাল পর্যন্ত স্থায়ী পরিষদের চেয়ারম্যান ও ২০০৮–২০১২ সাল পর্যন্ত সভাপতি ছিলেন। ২০১৪–২০২৪ সাল পর্যন্ত তিনি পুনরায় স্থায়ী পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি লেখক উন্নয়ন কেন্দ্র-এর কেন্দ্রীয় চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা। এছাড়া বিভিন্ন সাংবাদিক ও সাহিত্য সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত।
সমাজসেবায় অবদানের জন্য তিনি লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল-এর মেলভিন জোন ফেলো (এমজেএফ) পদকসহ দুই শতাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন।
তিনি নিজ এলাকায় মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজ, শিশু গণশিক্ষা কেন্দ্র, পাঠাগারসহ বিভিন্ন জনহিতকর প্রতিষ্ঠান গড়েছেন।
তাঁর জন্মদিন উপলক্ষে কবি সংসদ বাংলাদেশ, লেখক উন্নয়ন কেন্দ্র, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাব প্রভৃতি সংগঠন ৬ মে মঙ্গলবার দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।