রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটিকে আর্থসামাজিকভাবে সমৃদ্ধ করতে এবং ব্যবসায়িক পরিবেশকে আরও সুসংহত করতে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন রাঙামাটি জেলা কমিটির উদ্যোগে এক ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রাঙামাটি শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহীদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য মুহাম্মদ শহীদুল ইসলাম বলেন, “সততার সাথে ব্যবসা পরিচালনা করলে ব্যবসার প্রসার যেমন ঘটে, তেমনি সমাজের উন্নয়নও ত্বরান্বিত হয়। আমরা সকলে মিলে স্বচ্ছতা, দায়িত্ববোধ এবং নৈতিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে ব্যবসা পরিচালনা করবো। নিজের ব্যবসা নিজেই সততার সাথে দেখভাল করাই সঠিক পথ।”
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক মো: আবদুল আলীম, উপদেষ্টা মো: মনসুরুল হক ও অ্যাডভোকেট মোক্তার আহমেদ। বক্তারা বলেন, “ব্যবসা ক্ষেত্রে যে সমস্যাগুলো এখনও রয়ে গেছে, তা দূর করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা ও আস্থা বৃদ্ধির মাধ্যমে এসব সমস্যা সহজেই সমাধান করা সম্ভব।”
এতে সভাপতিত্ব করেন সংগঠনের রাঙামাটি জেলা সভাপতি কনজুল ইসলাম।
বক্তারা আরও বলেন, আর্থিক সততা বজায় রেখে ব্যবসা পরিচালনায় সকল সদস্যকে অনুপ্রাণিত করতে হবে। ব্যবসা সংক্রান্ত যে কোনো বিরোধ, মতবিরোধ বা অসুবিধার ক্ষেত্রে সংগঠন সক্রিয় ভূমিকা রাখবে এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
অনুষ্ঠানে রাঙামাটির বিভিন্ন পর্যায়ের শতাধিক ব্যবসায়ী অংশ নেন। তারা তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশে বক্তারা ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, আস্থা ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।