1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৫:৪১ অপরাহ্ন

মারা গেলেন অভিনেতা তবিবুল ইসলাম

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৩৭২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মারা গেলেন অভিনেতা তবিবুল ইসলাম বাবু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

তবিবুল ইসলাম বাবু নাটকের দল নাট্যজনের সভাপতি ও গ্রুপ থিয়েটার আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব।

টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা আহসানুল হক মিনু মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

মিনু বলেন, “উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন খ্যাতিমান অভিনেতা তবিবুল ইসলাম বাবু ভাই। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। তার করোনা হয়েছিল। তবে মৃত্যুর আগে করোনা নেগেটিভ এসেছিল। কিন্তু তার ফুসফুসের অবস্থা ভালো ছিল না।”

দীর্ঘ সময় মঞ্চে কাজ করেছেন তবিবুল ইসলাম বাবু। মঞ্চে সেনাপতি, চারিদিকে যুদ্ধ, পায়ের আওয়াজ পাওয়া যায়, ওথেলো, এখন দুঃসময়, জমিদার দর্পণ, মহাপুরুষ উল্লেখযোগ্য নাটক। এ ছাড়া ‘আমি রাবেয়া’ ও ‘জীবনঢুলি’ নামে দুটি সিনেমাতেও তিনি কাজ করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com