মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে আড়িয়াল খা নদী থেকে বস্তাবন্দি এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার রাস্তি এলাকা আব্দুর রসিদ গৌড়ার ইটের ভাটার পাশ দিয়ে বয়ে যাওয়া আড়িয়াল খা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে, নিহতের পরিচয় এখনো শনাক্ত সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয়া সুত্রে যানা যায় সদর উপজেলার রাস্তি এলাকায় আড়িয়াল খা নদীতে বস্তাবন্দি একটি লাশ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেয় স্থানীয়রা পরে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাদারীপুর সদর থানা ও নৌ-পুলিশ যৌথভাবে মরদেহটি উদ্ধার করে।ময়না তদন্তের জন্য মরদেহ মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হয়।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন জানান মরদেহটি বেশ কয়েকদিন আগের হওয়ায় শরীরের বিভিন্ন অংশ পচে গেছে। এ কারণে এখন পর্যন্ত লাশের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর ওই নারীর নাম-পরিচয় জানতে সিআইডির কাজ করছে।