বঙ্গনিউজবিডি ডেস্ক : বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমস্যা দেখা দিয়েছে। একই সঙ্গে সমস্যা হচ্ছে ফেসবুকের মালিকানাধীন অপর দুটি পরিষেবা- হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামেও।
সোমবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার পর থেকে ফেসবুকে ঢুকতে পারছেন না ব্যবহারকারীরা। বাংলাদেশসহ বিশ্বজুড়েই হঠাৎ ফেসবুক ডাউন হয়েছে বলে জানা গেছে।
ফেসবুকের পাশাপাশি হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামেও পুরোপুরি ডাউন রয়েছে বলে জানিয়েছে ট্রাকিং ওয়েবসাইট ডাউন ডিটেক্টর।
ফেসবুক কর্তৃপক্ষ এখনো এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। কারিগরি কারণে এই বিভ্রাট বলে প্রাথমিকভাবে মনে করছেন আইটি বিশেষজ্ঞরা।