বাংলাদেশের রাজনীতিতে পিটার হাসের হস্তক্ষেপ নিয়ে সামাজিক যোগযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তা দিয়েছে রাশিয়া। সেখানে বলা হয়েছে, বাংলাদেশে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবির আড়ালে যুক্তরাষ্ট্র দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। এমনকি বিরোধী দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করে সরকারবিরোধী কর্মসূচি আয়োজনের পরিকল্পনাও করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। রাশিয়া বারবার যুক্তরাষ্ট্রের এমন প্রচেষ্টার বিষয়ে সতর্ক করেছে।
বুধবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজ থেকে শেয়ার এক পোস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এসব বলেন।
পরে বিষয়টি আরেক জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশে রাশিয়ার দূতাবাসের ভেরিফায়েড পেজ থেকেও প্রকাশ করা হয়।
এক্সে শেয়ার করা পোস্টে বলা হয়েছে, অক্টোবরের শেষ দিকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস স্থানীয় বিরোধী দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করে সরকারবিরোধী কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করেন।
ওই পোস্টে আরও বলা হয়, এসব কর্মকাণ্ড দেশটির অভ্যন্তরীণ বিষয়ে বড় ধরনের হস্তক্ষেপ ছাড়া আর কিছু নয়।
ওই টুইটে শেয়ার করা একটি ফটো কার্ডে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাকে উদ্ধৃত করে বলা হয়, দেশটিতে (বাংলাদেশে) আসন্ন সংসদ নির্বাচন যাতে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হয় তা নিশ্চিত করার আড়ালে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের প্রচেষ্টাকে আমরা বারবার তুলে ধরেছি।’
এর আগে গত ২১ সেপ্টেম্বর বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছিলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত ও অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখছে। এটা খুবই কঠিন বিষয়।
তিনি আরও বলেছেন, বাংলাদেশ রাশিয়ার সঙ্গে যে পারমাণবিক চুক্তি করেছে এবং ভারতের সঙ্গে যেসব চুক্তি করছে— সেগুলো নিয়ে ওয়াশিংটনের কোনো সমস্যা নেই।