মামুনুর রশীদ : শনিবার ১৪ই জুন কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন উমালোচন উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনের মাধ্যমে উক্ত পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ৮৫ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ হুমায়ুন কবিরের সার্বিক তত্বাবধায়নে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহবুবুর রহমান সেলিম এর সভাপতিত্বে ও ৯০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মোহামদ মিজানুর রহমান এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক সাহানুর আলম খানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীকাইল সরকারি কলেজের উপাধ্যক্ষ মিয়া মোহাম্মদ গোলাম সারোয়ার।
সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক স্বপন চন্দ্র লোদ।
এসময় বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আ: রহমান ভুইয়া, নাগাইশ বঙ্গবন্ধু সরকারি কলেজ এর অধ্যক্ষ মো:খলিল আখন্দ, বারানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মতিন সরকার, দি বারাকা হাসপাতাল এর সিনিয়র মার্কেটিং অফিসার আবদুল কাইয়ূম, অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাওলানা সফিকুল ইসলাম ভুইয়া প্রমূখ।
১৯৮৫ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে দিন ব্যাপী অনুষ্ঠিত হলো এক হৃদয়গ্রাহী পুনর্মিলনী ও মিলনমেলা। দিনব্যাপী এই আয়োজনে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
বিদ্যালয়ের প্রাঙ্গণজুড়ে ছিল প্রাক্তনদের মিলনমেলা, হাস্যরস, স্মৃতিচারণা, ছবি তোলা, এবং পারস্পরিক কুশল বিনিময়। বর্ণাঢ্য এ আয়োজনের মধ্য দিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা ফিরে যান তাঁদের শৈশব-কৈশোরের সেই শ্রদ্ধা-ভক্তিময় দিনগুলিতে।
এর পর বেলা ৩টায় শুরু হয় দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত, কবিতা, ও নাট্য পরিবেশনার মাধ্যমে দর্শকদের মন জয় করেন। আনুষ্ঠানে নতুন প্রজন্মের জন্য “নতুন ডকুমেন্টারী” উপস্থাপনা করেন মো: শাহ আলম চৌধুরী। এতে অংশগ্রহণ করেন এরশাদুল হক মজুমদার, চেয়ারম্যান শেখ জাকির প্রমুখ।
দিন ব্যপী অনুষ্ঠানে দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি স্বরূপ এওয়ার্ড গ্রহণ করেন সঞ্চালক মো: মিজানুর রহমান সরকার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফরিদ উদ্দিন কলেজের সাবেক অভিভাবক সদস্য, আলহাজ্ব আনিসুর রহমান খান, অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য আবু কাউছার মিয়া।
এসময় ১৯৮৫ ব্যাচের পুনর্মিলনীতে ও মিলনমেলায় মুখর ছিল বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন। বিদ্যালয়ের ৮৫ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ হুমায়ুন কবির-এর সার্বিক তত্বাবধানে ও দক্ষ ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সারাদিন বিভিন্ন আয়োজন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উক্ত অনুষ্ঠান শেষ হয়।