1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
কয়রায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা নরসিংদীতে রয়েল এনফিল্ড শোরুম উদ্বোধন রাজবাড়ী-কুষ্টিয়া রুটে বাস চলাচল শুরু ৪১ ঘন্টা পারে। শুক্রবারের মধ্যে পাওয়া যাবে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট: ডা. জাহিদ লক্ষ্মীপুরে আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেপ্তার কালিহাতীতে প্রশাসনের তত্ত্বাবধানে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রলি ও ভেকুর ব্যাটারী জব্দ ধ্বংস হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের জন্যই ৩১ দফা কার্যকর প্রয়োজন: আমিনুল হক চিঠি আর ডাকপিয়ন আজ জাদুঘরের পথে… কয়রায় ক্ষুদ্র নৃ -গোষ্ঠীদের মাঝে হাঁস-মুরগীর খাদ্য বিতরণ

বছরে চার হাজার বাংলাদেশি কর্মী নেবে গ্রিস

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কর্মী পাঠানোর বিষয়ে গ্রিসের স‌ঙ্গে সম‌ঝোতা স্মারক স্বাক্ষর ক‌রে‌ছে বাংলা‌দেশ। চু‌ক্তি অনুযায়ী, দেশ‌টি বাংলা‌দেশ থে‌কে প্রতি বছর ৪ হাজার কর্মী নেবে।

বুধবার প্রবাসী কল্যাণ ও বৈ‌দে‌শিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ঢাকা ও এথেন্সের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়।

বাংলা‌দে‌শের প‌ক্ষে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এবং গ্রিসের প‌ক্ষে দেশ‌টির মি‌নিস্টার অফ মাই‌গ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম পেনা‌গিওটিস মিতারা‌চি চু‌ক্তিতে স্বাক্ষর ক‌রেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রিস বাংলাদেশ থেকে প্রতি বছর চার হাজার নতুন কর্মীকে সেদেশে কাজ করার সুযোগ দেবে। তাদের ৫ বছর মেয়াদী অস্থায়ী (টেমপোরারি) ওয়ার্ক পারমিট দেয়া হবে। এ চুক্তির আওতায় কৃষি সেক্টরে সিজনাল ওয়ার্কার নেয়া হবে। পরে উভয় দেশ আলোচনাক্রমে চাহিদার ভিত্তিতে সেক্টরের সংখ্যা বৃদ্ধি করবে। ত‌বে চু‌ক্তি অনুযায়ী কর্মী‌দের ৫ বছর পর দে‌শে ফেরত আসতে হবে। পরে আবার দে‌শে ফি‌রে কর্মীরা কর্মসংস্থানের জন্য গ্রিসে যেতে পারবে।

এক্ষেত্রে আবেদনের সময় কর্মী‌দের বৈধ ট্রাভেল ডকুমেন্ট, বৈধ ওয়ার্ক কন্ট্রাক্ট, অসুস্থতাজনিত ইন্স্যুরেন্সের প্রমাণপত্র জমা দিতে হবে এবং নির্ধারিত ফি ও ব্যয় বহন করতে হবে।

চু‌ক্তি স্বাক্ষরের পর গ্রিসের মন্ত্রী জানান, এ চুক্তিটি গ্রিসের পার্লামেন্টে অনুমোদনের মাধ্যমে শিগ‌গিরই বাস্তবায়ন করা হবে। বাংলাদেশি কর্মীরা পরিশ্রমী হলেও মানবপাচারকারীরা তাদের ফাঁদে ফেলে সর্বস্বান্ত করছে। এ চুক্তির ফলে বাংলাদেশি কর্মীদের স্বার্থ সংরক্ষিত হ‌বে।

এটি ইউরোপের কোনো দেশের সঙ্গে বাংলাদেশের কর্মসংস্থান সংক্রান্ত প্রথম সমঝোতা স্মারক উল্লেখ করে প্রবাসী কল্যাণ মন্ত্রী ব‌লেন, এই চু‌ক্তির মাধ্যমে মাধ্যমে বাংলাদেশের কর্মীরা নিরাপদে গ্রিসে গিয়ে বৈধভাবে কাজ করতে পারবে। বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর সম্পূর্ণ নিয়োগকারীদের ব্যয়ে গ্রিসে যেতে পারবেন।

এক্ষেত্রে কোনো আগ্রহী ব্যক্তি যেন কোনোভাবে দালাল বা প্রতারকের খপ্পরে না পড়ে সেদি‌কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী।

চু‌ক্তি স্বাক্ষর অনুষ্ঠা‌নে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং গ্রিসের সেক্রেটারি জেনারেল অফ মাইগ্রেশন পলিসি পেট্রোক্লস জর্জিওজিয়াডিস উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com