এম.জে.এ মামুন : কুমিল্লা দেবিদ্বারে ফতেহাবাদ নায়েব আলী কলেজের ২০২৫ ব্যাচের “এইচ এস সি” পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা, বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) সকালে কলেজের হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত মেহমান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।
অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ তাজুল ইসলাম’র সঞ্চালনায় এবং মো. মাসুদুর রহমান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোহাম্মদ আবুল হাসনাত খাঁন। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন গ্রামীন ব্যাংক এর প্রাক্তন ডেপুটি জোনাল ম্যানেজার আলী হায়দার মো: হেলাল মুন্সী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এবিএম গোলাম মোস্তফা আদর্শ কলেজ’র অধ্যক্ষ মো: এ্যাডভোকেট মাজহারুল হক মামুন, ফতেহাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হুমায়ন কবির, মুগসাইর এগারোগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাকির হোসেন, শিদলাই আশরাফ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মমিনুল হক ভূঁইয়া, পোমকাড়া ছিদ্দিকুর রহমান এন্ড হাকিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী মো: নুরুল ইসলাম, বুড়িরপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বশির আহম্মেদ প্রমূখ।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অলোচনা অনুষ্ঠানে প্রথমে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আবেগঘন বক্তব্যে অত্র কলেজের শিক্ষকদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
এরপর বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যতের পথচলায় সৎ, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
আলোচকগন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সততা, অধ্যবসায় ও নৈতিকতাই জীবনের মূল চাবিকাঠি। পরিশ্রম ও সঠিক পরিকল্পনার মাধ্যমে যেকোনো বড় লক্ষ্য অর্জন সম্ভব। তাই আত্মবিশ্বাস ধরে রেখে নিয়মিত পড়াশোনা করতে হবে এবং সময়কে যথাযথভাবে কাজে লাগাতে হবে।
তারা আরও বলেন, শুধু পরীক্ষায় নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে সৎ ও ন্যায়নিষ্ঠ হতে হবে। পরিবার, সমাজ ও দেশের প্রতি দায়িত্ববোধ রেখে কাজ করতে হবে। তোমরা বিদায়ী শিক্ষার্থীরা জীবনের প্রতিটি ধাপে সাফল্যের সঙ্গে এগিয়ে যাবে এবং ফতেহাবাদ নায়েব আলী কলেজের সুনাম বয়ে আনবে।
এছাড়াও অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাজুল ইসলাম পরীক্ষায় সুন্দর, সুষ্ঠু ও সুশৃংখল পরিবেশে সম্পাদনের জন্য শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।
এসময় ফতেহাবাদ গ্রামের সিঙ্গাপুর প্রবাসী শিক্ষানুরাগী মো: শাহ জালালের পক্ষ থেকে অত্র কলেজের এইচ এস সি ২০২৫ ব্যাচের পরিক্ষার্থীদের মধ্যে মেধা তালিকায় শীর্ষ পাঁচ জনকে দুই হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ আবুল হাসনাত খাঁন। সবশেষে বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় তাদের সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করা হয়।
উল্লেখ্য, দেবিদ্বার উপজেলাস্থ ৬নং ফতেহাবাদ ইউনিয়নের ফতেহাবাদ গ্রামের প্রবাসী এইচএম ছাদির হোসেন এলাকার শিক্ষার মান উন্নয়নের লক্ষে নিজের পরিশ্রমের টাকায় কেনা জমিতে তার মরহুম পিতার স্মরনে পিতার নামে ২০১৮ সালে ফতেহাবাদ নায়েব আলী কলেজ নামে গ্রামের কোলাহল মুক্ত শান্ত পরিবেশে সবুজ প্রকৃতির মাঝে এই কলেজটি প্রতিষ্ঠা করেন। কলেজটি প্রতিষ্ঠার পরথেকে তিনি নিজ এলাকাবাসী সহ আশেপাশের বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিগনকে নিয়ে এই কলেজের সার্বিক উন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ২০২০ সালে থেকে অত্র কলেজের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন শুরু হয়। এবং বিগত বছর গুলোতে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করে ব্যপক সফলতা অর্জন করেছে। এবারের এইচএসসি পরীক্ষায় এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৭৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।