বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রেমের টানে ছুটে আসা নতুন কোনো ঘটনা নয়। বিশ্বজুড়ে প্রতিদিনই ঘটছে এমন ঘটনা। এবার সেই টানে কলকাতার হাওড়ায় ছুটে এসেছেন মেক্সিকান এক তরুণী।
মেক্সিকোর ওই তরুণীর নাম লেসলি দেলগাডো আর হাওড়ার যুবকের নাম অরিজিৎ ভট্টাচার্য। তার প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। করোনার লকডাউনের বিধিনিষেধে যখন গোটা বিশ্ব প্রায় থমকে যায় ঠিক তখনই তরতর করে এগিয়ে যায় অরিজিৎ-লেসলির প্রেম।
এ বিষয়ে অরিজিৎ বলেন, ‘করোনার সময় লকডাউন শুরু হলে বাড়ি থেকেই কাজ করতাম। কাজের পাশাপাশি সময় কাটাতে ইন্টারনেটই ছিল ভরসা। সেখানেই লেসলির সঙ্গে আলাপ।’ রসিকতা করে তিনি বলেন, ‘করোনা না এলে তো আমাদের আলাপও হত না!’
অরিজিৎ আরও বলেন, ‘পরিবারের সঙ্গে কথাবার্তা বলে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি আমরা। ১৯ জুন আমাদের রেজিস্ট্রি বিয়ে হয়েছে।’
পরে সামাজিক অনুষ্ঠানও করতে চান এই যুগল। আগামী ৫ জুলাই সাত পাকে বাঁধা পড়বেন দুজনে। তাদের এ সিদ্ধান্তে আনন্দিত অরিজিতের বাবা বিনায়ক ভট্টাচার্য।
অবসরপ্রাপ্ত ব্যাংককর্মী বিনায়ক বলেন, ‘লেসলি অত্যন্ত ভালো মেয়ে। সবাইকে আপন করে নিয়েছে। আমাদের সঙ্গে ভালোভাবে কথা বলার জন্য বাংলা এবং ইংরেজিও শিখছে। আর লেসলির সঙ্গে কথা বলার জন্য স্প্যানিশ ভাষা শিখেছে অরিজিৎ।’
অক্টোবর মাস পর্যন্ত হাওড়ায় থাকবেন অরিজিৎ এবং লেসলি। এরপর মেক্সিকোয় যাবেন তারা। সেখানে সামাজিক অনুষ্ঠানে আরও একবার বিয়ে হবে তাদের। লেসলি বলেন, ‘আমাদের বিয়ে নিয়ে খুবই এক্সাইটেডি লাগছে।’