মঈন মাহমুদ : কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আবু জুবাইর হোসেন বাবুল
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের উদ্যোগে ২ দিনব্যাপী বার্ষিক কারিগরি কর্মশালার দ্বিতীয় দিনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি উপরোক্ত কথা বলেন। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানার সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. নুরুল হক।
অতিরিক্ত সচিব আবু জুবাইর আরো বলেন, যথাযথভাবে কাগজপত্র উপস্থাপন করলে অনেক ক্ষেত্রে ভর্তুকি দেওয়ার অনেক সুযোগ হয়েছে। তিনি উল্লেখ করেন ফলন বেশি হওয়াতে এখন আর ভুট্টাতে ভর্তুকি দেওয়া হয় না।
তিনি বলেন, পেস্টিসাইড সার ব্যবহারের ফলে মাটির গুনাগুন নষ্ট হয়ে যাচ্ছে। ফলে প্রকৃতির লাঙ্গল বলে খ্যাত কেঁচোও আজ বিলুপ্তি হয়ে গেছে। কেঁচো দেখতে আমাদের মিউজিয়ামে যেতে হবে।
উক্ত কর্মশালায় মো: মামুনুর রহমান, ড. নুরুল হুদা আল মামুন, ড. মো: ফারুক হোসেনসহ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ, প্রতিষ্ঠানের প্রধানগণ, মহাপরিচালকবৃন্দ, সাবেক মৃত্তিকা বিজ্ঞানীবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তাবৃন্দ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাবৃন্দ, সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তাগণ, বৈজ্ঞানিক কর্মকর্তাবৃন্দসহ মৃত্তিকা বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বিজ্ঞানীরা মৃত্তিকার বিভিন্ন তথ্য উপাত্ত, গবেষণা, কৃষি সেবা, গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন।