1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিল্লাল ড্রাইভারের পরকীয়ায় আসক্তের অভিযোগে অতিষ্ঠ পরিবার! গোয়ালন্দে আওয়ামী লীগ নেতা গ্রেফতার ভান্ডারিয়ায় মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ইভটিজিং প্রতিরোধে ওপেন হাউজ ডে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিউলি নামে এক গৃহবধূ মৃত্যু জয়পুরহাটে হোটেল ও রেস্তোরা শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জয়পুরহাটে তাঁতীদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রাবিপ্রবিতে ছাত্রীদের হ্যান্ডবল ফাইনাল খেলা বাঘাইছড়িতে নিষেধাজ্ঞা অমান্য করায় ইট ভাটাকে দেড় লাখ টাকা জরিমানা আদায় জেনারেল এম. এ. জি. ওসমানীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লুটনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রয়োজনে র‌্যাব নতুন করে গঠন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

পরিকল্পিত ভাবে হত্যার চেস্টা আজমল এর পরিবার কে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : আমাকে এবং আমার পরিবার কে গত ৩০/০১/২০২৫ ইং রোজ- বৃহস্পতিবার। আনুমানিক সারে ছয়টার দিকে আমাকে হত্যার উদ্দেশ্যে আমার বাড়িতে দেশী অস্ত্র শস্ত্র নিয়ে। তাদের হাতে ছিল ( লোহার রড,রামদা,চাপাতি, দা,শাবল,চাক্কু,হাতুড়ি, কাঠের লাঠি ইত্যাদি।

বিবাদী গন –
মোঃ এনামী (২২)পিতাঃ তাহের আলী হাওলাদার।
মোঃ বাতেন শেখ( ৩৮)পিতাঃ করিম শেখ।
মোঃ হাবিবুর রহমান হাবিব (৩৪) পিতাঃ আতাহার।
মোঃ শফিকুল ইসলাম( ৩৩) পিতাঃ মোতালেব হোসেন।
সুইটি (৩৫) স্বামীঃ মোঃ বাতেন শেখ।
মোসাঃ ইয়াসমিন আক্তার বকুল (৩৬) স্বামীঃ মোঃ শফিকুল ইসলাম।
মোঃ ইউসুফ (২৩)পিতাঃ তাহের আলী হাওলাদার।
মোঃ মোসাদ্দেক (২৫) পিতাঃ অজ্ঞাত।
মোঃ পরশ (৩০) পিতাঃ অজ্ঞাত।
মোঃ কবীর হোসেন (৫০) পিতাঃ অজ্ঞাত।
মোঃ আইনুল হক (৩৩) পিতাঃ সোলাইমান আলী।
জাহানুর বেগম (৩২) স্বামীঃ
মোঃ আইনুল হক।
এ এন এম সোলাইমান হোসেন( ৫২) পিতাঃ মৃত মজির উদ্দিন।
উক্ত বিবাদীগন সহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সাভার মডেল থানায়।
ভুক্তভোগী পরিবার বলেন- সকাল অনুমান সাড়ে ছয়টার দিকে পূর্বের শত্রুতার জেড় ধড়িয়া উল্লেখিত বিবাদীগন সহ তাদের সহযোগী বিবাদীরা বে- আইনী ভাবে সাং – ডাক্তার ভিলা, মোগড়াকান্দা উত্তরপাড়া, ডাকঘড় ভাকুর্তা, থানা সাভার, জেলা ঢাকা, উল্লেখিত অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া। আমার উল্লেখিত ঠিকানার বসত বাড়িতে অনাধিকার ভাবে জনতাবদ্ধে প্রবেশ করে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে দেয় তারা। একই সময়ে আমার বসত বাড়িতে এবং ফ্ল্যাটের সি.সি ক্যামেরা সহ বাসার নিজ তলার ফ্ল্যাটে থাকা বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। আমার স্ত্রী সুমানা পারভীন( ৩২) উক্ত ঘটনা দেখিতে পেলে আমাকে ঘুম থেকে ডাকিয়া তুলে এবং উক্ত বিষয় বলে। আমি ও আমার ভাতিজা মোঃ আজমির হোসেন (২৪) ফ্ল্যাট হতে বাহির হইয়া বিবাদীদের উক্তরুপ কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ করিলে বিবাদীগন তাহাদের সহযোগী অজ্ঞাত ৭/৮ জন বিবাদী আমাদের কথার কোনরুপ কর্ণপাত না করিয়া আমাদের উপর ক্ষিপ্ত হইয়া বসতবাড়ির মূল গেট ভিতর থেকে বন্ধ করে দেয়। এবং তাহাদের হাতে থাকা লোহার রড, কাঠের লাঠি, শাবল দিয়ে আমাদেরকে এলোপাথাড়ি ভাবে পিটাইয়া শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক নিলাফুলা, ছেচা, রক্তজমাট জখম করে। ঐ সময়ে গুরুতর আহত হইয়া ফ্লোরে লুটাইয়া পড়িলে। মোঃ আইনুল হক, জাহানুর বেগম, এ এন এম সোলাইমান হোসেন এর হুকুমে মোঃ এনামীর হাতে থাকা ধাড়ালো চাপাতি দিয়ে আমার ভাতিজা মোঃ আজমির হোসেন কে হত্যার উদ্দেশ্যে মাথা বরাবরে কোপ দিলে উক্ত ভাতিজার মাথার উপরিভাগের পিছনদিকে লাগিয়া গুরুতর কাটা ও রক্তাক্ত জখম হয়। ঐ সময় একই উদ্দেশ্যে বাতেন শেখ তার হাতে থাকা লোহার রড দিয়া আমার ভাতিজা মোঃ আজমির হোসেনের দুই হাত দুই পা সহ শরীরের ভিবিন্ন স্থানে আঘাত করে। তাতে মারাত্মক ভাবে নিলাফুলা ও রক্তজমাট জখম হয়। মোঃ হাবিবুর রহমান এর হাতে থাকা ধাড়ালো রামদা দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে মাথা বরাবরে কোপ দিতে গেলে উক্ত কোপ আমি ডান হাত দিয়ে ফিরাইতে গেলে উক্ত কোপ আমার ডান হাতের কনুইর নিছে লাগে তাতে গুরুতর রক্তাক্ত জখম হয়। মোঃ শফিকুল ইসলাম এর হাতে থাকা লোহার শাবল দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে মাথা বরাবরে সজোড়ে আঘাত করিতে গেলে উক্ত আঘাত আমি বাম হাতে ফিরাইতে গেলে উক্ত আঘাত আমার বাম হাতের কনুইতে লাগে গুরুতর আহত ও রক্তাক্ত জখম হয়। আমার স্ত্রী সুমনা পারভীন বিবাদীদের হাত হইতে আমাকে রক্ষা করতে গেলে মোঃ ইউসুফ এর হাতে থাকা লোহার রড দিয়ে আমার স্ত্রীকে এলোপাতাড়ি ভাবে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা, ফাটা রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে আমার স্ত্রী তাহার হাতে থাকা ফোন দিয়ে ঘটনার ভিডিও ধারণ করতে গেলে। সুইটি আমার স্ত্রী এর হাত থেকে জোড়পূর্বক ভাবে সিনাইয়া নেয়। এবং আমার স্ত্রী এর পরিহিত কাপড় চোপড় ধড়িয়া টানা হেচড়া করিয়া শ্লীলতাহানি করে। মোসাঃ ইয়াসমিন আক্তার বকুল আমার স্ত্রী এর গলা থেকে স্বর্ণের চেইন জোরপূর্বক ছিনাইয়া নেয়। আমাদের ডাক চিৎকারে আশে পাশের লোকজন ঘটনাস্থলে আগাইয়া আসিলে বিবাদীরা উপস্থিত লোকজনের সামনে ঘটনার বিষয় কাউকে জানালে এবং আইনীআশ্রয় নিলে। আমাদের প্রাননাশ করি ফেলিবে বলে হুমকি দেয়। তারপর তারা চলে গেলে, উপস্থিত লোকজনের সহায়তায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করি। চিকিৎসা গ্রহণের পর কিছুটা সুস্থ হওয়ার পর থানায় অভিযোগ দায়ের করি। বিবাদীগনের নামে একাধিক অভিযোগ দায়ের করা আছে। বাংলাদেশ সেনাবাহিনী বরাবর অভিযোগ দায়ের করা আছে। কিন্তু এখনো কোন আইনি প্রতিকার পাইনি। পরবর্তীতে আমরা মামলার পদক্ষেপ নিলে তা সাভার মডেল থানা পুলিশ ভিবিন্ন তালবাহানা করে দিন রাত ঘুড়াচ্ছে। এই জাতির কাছে আমাদের উপর নির্যাতন এর সকল তথ্য তুলে ধড়লাম। এবং বিবাদীগনদের সঠিক ভাবে আইনের আওতায় আনার জন্য আশা রাখছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com