1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ঐতিহ্যবাহী দরগাহ্ মেলা পরিচালনা কমিটি গঠন বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : আমিনুল হক কয়রায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা নরসিংদীতে রয়েল এনফিল্ড শোরুম উদ্বোধন রাজবাড়ী-কুষ্টিয়া রুটে বাস চলাচল শুরু ৪১ ঘন্টা পারে। শুক্রবারের মধ্যে পাওয়া যাবে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট: ডা. জাহিদ লক্ষ্মীপুরে আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেপ্তার কালিহাতীতে প্রশাসনের তত্ত্বাবধানে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রলি ও ভেকুর ব্যাটারী জব্দ ধ্বংস হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের জন্যই ৩১ দফা কার্যকর প্রয়োজন: আমিনুল হক

নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হারল বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ১৩৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাও লড়াই করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১৪১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে শেষমেশ হেরেছে ৯ উইকেটের ব্যবধানে।

ডানেডিনে আজ দিনের শুরু থেকেই ছিল বৃষ্টি। যে কারণে খেলা বন্ধ ছিল প্রায় তিন ঘণ্টারও বেশি সময়। সেজন্যে ম্যাচের দৈর্ঘ্যও কমে গিয়েছিল অনেকটা। শুরুতে ধরা হয়েছিল ২৮ ওভার করে খেলবে দুই দল, পরে আরও এক ওভার কমানো হয় দৈর্ঘ্য, ম্যাচ নেমে আসে ২৭ ওভারে।

টসে হারে বাংলাদেশ। একটু আগেই বৃষ্টি হয়েছে, আকাশও মেঘলা, কন্ডিশনের ফায়দা তুলতে নিউজিল্যান্ড অধিনায়ক সোফি ডিভাইন। টসে হেরে ব্যাট করতে নামা নিগার সুলতানার দল অবশ্য শুরুটা দারুণই করেছিল। ওপেনার শারমিন সুলতানা ও ফারজানা হকের উদ্বোধনী জুটি থেকেই আসে ৫৯ রান। পেসে স্বচ্ছন্দ বাংলাদেশের রানের গতিতে লাগাম টানেন নিউজিল্যান্ডের স্পিনাররা।

নিউজিল্যান্ড দলে দ্বিতীয় ম্যাচের একমাত্র পরিবর্তন ফ্র্যান্সেস ম্যাকাইয়ের দ্বিতীয় বলেই ফেরেন শামিমা। এরপর অ্যামি স্যাটারথওয়েটের শিকার বনে যান নিগার ও রুমানা আহমেদ। এরপরই নিউজিল্যান্ড ম্যাচে ফিরে আসে। ম্যাকাই আর স্যাটারথওয়েটের ১১ ওভার থেকে বাংলাদেশ নিতে পেরেছে মোটে ৪৯ রান, হারিয়েছে ৪টি মূল্যবান উইকেট।

তবে ফারজানা একপাশ আগলে রেখেছিলেন। সোবহানা মুস্তারিকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেছিলেন। তবে সেই জুটি ৭ ওভার টিকলেও রান আসেনি, কারণ শেষ দিকে বলের গতির হেরফের করে নিউজিল্যান্ড পেসাররা বেশ বিপাকে ফেলছিলেন দুই ব্যাটারকে।

ইনিংসের ২২তম ওভারে ফেরেন সোবহানা। এতক্ষণ অনেকটা একাই লড়ে যাওয়া ফারজানা ফেরেন এক ওভার বাদেই। শেষ দিকে সালমা খাতুন, লতা মণ্ডলদের লড়াইয়ে বাংলাদেশ পায় ১৪০ রানের লড়াকু সংগ্রহ।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের ওরপর চড়াও হন সুজি বেটস। ব্যক্তিগত ১৪ রানে সালমা খাতুনের বলে ওপেনার সোফির বিদায়ের পর থেকে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন সুজি। সঙ্গী হিসেবে পেয়েছিলেন এমেলিয়া কারকে। সুজি ৬৮ বলে ৭৯, আর এমেলিয়ার করেন ৩৭ বলে ৪৭ রান। তাতেই নিউজিল্যান্ড ১ উইকেট হারিয়েই পৌঁছে যায় জয়ের বন্দরে।

সংক্ষিপ্ত স্কোর
টস : নিউজিল্যান্ড

বাংলাদেশ : ১৪০/৮ (২৭ ওভার)
ফারজানা ৫২, শামিমা ৩৩
স্যাটারথওয়েট ২৫/৩, জেনসেন ১৮/১

নিউজিল্যান্ড : ১৪৪/১ (২০ ওভার)
বেটস ৭৯*, অ্যামেলিয়া ৪৭*
সালমা ৩৪/১

ফল : নিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com