বঙ্গনিউজবিডি ডেস্ক: রানবন্যার প্রথম টেস্ট ড্র হওয়ার পর জেতার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। বৃহস্পতিবার সকালে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে। টস জিততে পারলে বাংলাদেশও ব্যাটিংই নিতো বলে জানিয়েছেন সফরকারী ক্যাপ্টেন মুমিনুল হক।
এদিকে বাংলাদেশ দ্বিতীয় টেস্টে একাদশে এক পরিবর্তন এনেছে। সাদা পোশাকে শরিফুল ইসলামের অভিষেক হচ্ছে এ ম্যাচ দিয়ে। পেসার এবাদত হোসেনের জায়গায় দলে ডাক পেয়েছেন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এ তরুণ বোলার।
শ্রীলঙ্কাও একাদশে দুই পরিবর্তন এনেছে। লাহিরু কুমারার জায়গায় প্রবীণ জয়াবিক্রমা আর হাসারাঙ্গার জায়গায় একাদশে ফিরেছেন অলরাউন্ডার রমেশ মেন্ডিস।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক(অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদি হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী ও শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ:
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওসাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিশাঙ্কা, নিরোশান দিকভেলা, রমেশ মেন্ডিস, সুরাঙ্গা লাকমাল, বিশ্ব ফার্নান্দো ও প্রবীন জয়াবিক্রমা।