1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ভান্ডারিয়ায় সনাতনী সম্প্রদায়ের প্রার্থনা ও ধর্মীয় সম্প্রীতি বিনির্মাণ সভা অনুষ্ঠিত এই সপ্তাহেই সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা: নির্বাচন কমিশনার সানাউল্লাহ তারেক রহমানের সতর্কবার্তা: “সামনের সময় কঠিন, ষড়যন্ত্র রুখতে গণতন্ত্রই পথ” খালেদা জিয়াকে দেখতে আবারও এভারকেয়ার হাসপাতালে ডা. জুবাইদা রহমান ঠাকুরগাঁওয়ে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা রূপগঞ্জের জঙ্গলবাড়ি রিসোর্টে হামলা-ভাঙচুর: চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা ঠাকুরগাঁওয়ে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে কৃষকদের সাফল্য ধর্ম দিয়ে রাষ্ট্র বিভাজনে বিএনপি বিশ্বাস করে না: মির্জা ফখরুল পুলিশই জনতা, জনতাই পুলিশ-এই মূলমন্ত্রকে বাস্তবে রূপ দেন-ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী

দৈনিক কুমিল্লার আলো’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ও কেক কাটার মাধ্যমে দুই দশকের পথচলার উদযাপন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৬৮ বার দেখা হয়েছে

মামুনুর রশিদ : কুমিল্লার জনপ্রিয় দৈনিক “দৈনিক কুমিল্লার আলো” পত্রিকার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে উৎসবমুখর পরিবেশে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে কুমিল্লা নগরীর কবি নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ও কেক কাটার মাধ্যমে দিনটি পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক কুমিল্লার আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. জসিম উদ্দিন কনক।

আলোচনা সভায় বক্তারা বলেন, “সত্য ও ন্যায়ের পক্ষে থেকে অন্যায়ের বিরুদ্ধে নির্ভীকভাবে সংবাদ প্রকাশ করে কুমিল্লার আলো ইতোমধ্যে পাঠকের আস্থা অর্জন করেছে। ন্যায়ের পথে অবিচল থাকার কারণে পত্রিকাটি নানা প্রতিকূলতা ও নির্যাতনের শিকার হয়েছে। ভয়ভীতি, লোভ কিংবা চাপ—কিছুই এই পত্রিকার সম্পাদককে সত্য প্রকাশ থেকে বিরত রাখতে পারেনি।”

বক্তারা আরও উল্লেখ করেন, বিগত সরকারের আমলে দৈনিক কুমিল্লার আলো’র প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সম্পাদককে অন্যায়ভাবে কারাবরণ করতে হয়েছিল। তারপরও পত্রিকাটি সত্য ও ন্যায়ের পথে অটল থেকে জনগণের কণ্ঠস্বর তুলে ধরেছে।

প্রবীণ সাংবাদিক ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল তাঁর বক্তব্যে বলেন, “একটি পত্রিকা টিকিয়ে রাখা কতটা কষ্টসাধ্য তা কেবল যারা এর সঙ্গে জড়িত তারাই জানেন। একজন সাংবাদিক যখন শুধু সংবাদ প্রকাশের কারণে আদালতের কাঠগড়ায় দাঁড়ান, তখন প্রশ্ন জাগে—প্রেসক্লাবগুলো তখন কোথায় ছিল? যারা অন্যায় করে তারা আজও বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। এখনই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, না হলে এর পরিণাম আমাদের সবাইকেই ভোগ করতে হবে।”

অনুষ্ঠানে দৈনিক কুমিল্লার আলো’র ২০ বছরের পথচলার স্মৃতিচারণা ও অর্জন তুলে ধরেন—কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি আতিকুর রহমান বাশার, উদীচী কুমিল্লা জেলা শাখার সভাপতি শেখ ফরিদ আহমেদ, কল্যাণ পার্টি কুমিল্লার পক্ষে সহিদুর রহমান তামান্না, কুমিল্লা বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইতিয়াজ আহমেদ জিতু, দৌলতপুর নজরুল নিকেতনের সদস্য সচিব মিজানুর রহমান, সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক মনির হোসেন, বাংলাদেশ বেতার কুমিল্লার সংবাদদাতা আবু সুফিয়ান, নওয়াব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন, নাভানা হাসপাতালের এমডি, কলামিস্ট ও লেখক আবদুল আউয়াল সরকার প্রমূখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— দৈনিক কুমিল্লার আলো’র নির্বাহী সম্পাদক শাহীন আলম, বার্তা সম্পাদক তাওহিদুল ইসলাম, সহ-বার্তা সম্পাদক মামুনুর রশীদ, স্টাফ রিপোর্টার মনির মোশাররফ, এ কে আজাদ, মোহাম্মদ আলী, সালামত উল্লাহ, রফিকুল ইসলাম, দৈনিক ভোরের সূর্যদয় প্রতিনিধি মোঃ রাজিব সরকারসহ পত্রিকার পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্ক্ষীরা।

আলোচনা সভা শেষে কুমিল্লার আলো পরিবারের সদস্য ও অতিথিরা পত্রিকার আগামী দিনের সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। পরবর্তীতে কেক কেটে পত্রিকার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com