আবু নাছির আহম্মেদ জামালপুর।
বিয়ে বাড়ি ও হোটেল সালাম কে জরিমানা 👇
অদ্য জেলা প্রশাসন জামালপুর কতৃক বিশেষ অভিযানে ❝বিয়ে বাড়ি রেস্টুরেন্ট, মেডিকেল কলেজ রোড ও হোটেল সালাম, দয়াময়ী মোড় জামালপুর❞ কে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ খাবার, নোংরা পরিবেশ এর জন্য অভিযান পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফয়সাল স্যার ❝বিয়ে বাড়ি রেস্টুরেন্ট❞ কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এবং সালাম রেস্টুরেন্ট জামালপুর দয়াময়ী মোড়ে অভিযান পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নাঈম স্যার। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।